পরিবর্তন_Written By mblanc [প্রথম পর্ব - ১.১ সুখী গৃহকোণ]

🔗 Original Chapter Link: https://chotiheaven.blogspot.com/2015/11/written-by-mblanc_24.html

🕰️ Posted on November 9, 2015 by ✍️ mblanc

📖 445 words / 2 min read


Parent
পরিবর্তন Written By mblanc প্রথম পর্ব  ।। ১.১ ।। সুখী গৃহকোণ সেদিন সকাল থেকেই শরীরটা ভাল লাগছিল না। সামান্য জ্বর ছিল, গা ম্যাজম্যাজ করছিল। অনুকে বললাম - "আজ আর ল্যাবে যাব না।" অনু বললে - "কেন? ওই তো সামান্য একটু গা-গরম। তার জন্যে অফিস কামাই করবে?"  - "প্রথমতঃ, এটা অফিস নয়, গবেষণা কেন্দ্র। দ্বিতীয়তঃ, আমার জুনিয়ররা আমাকে ছাড়া একটা দিন চালিয়ে নিতে পারবে। আর তৃতীয়তঃ, আমি কি আমার বিবাহিতা স্ত্রীর কাছ থেকে একটু সহমর্মিতা আশা করতে পারি না? আমার শরীর খারাপ শুনে তোমার এতোটুকু কেয়ার নেই?"  - "ভারী তো শরীর খারাপ। জানি জানি, বাদলা দিন শরীর খারাপের ছুতো করে বাড়ি বসে থাকবে, আর ধামসাবে। আর চাকরীটা গেলে কি হবে কোনো চিন্তা আছে?"  - "কি যা তা বলছ! আমি কতো ইম্পরট্যান্ট কাজ করি জানো? আমার কাছে আমার রিসার্চ কত গুরুত্বপূর্ণ সে বিষয়ে কোনো ধারণা আছে তোমার?!"  - "জানি বৈকি, খুব জানি! সেবার বউদি-ওরা সব নৈনিতাল গেল, আমাদের কত করে বলল যেতে, কিন্তু বাবুর সময় হল না আর। কি, না রিসার্চে ব্রেকথ্রু হচ্ছে। হলো তো ঘোড়ার ডিম। কোনোদিন কিছু সুখ দিয়েছ আমাকে? তাও যদি রাতে সুখী রাখতে। পাঁচ মিনিটেই যার খেলা শেষ সে আবার পুরুষ মানুষ? আবার নাকি ঐ নিয়েই গবেষণা করা হয়! যাও যাও, খুব দেখেছি। যা ইচ্ছে কর গিয়ে যাও!" একে মাথা ভার তায় এরকম ডায়লগ। মনে হল মাথায় আগুন ধরে গেল। ভাবলাম মারি এক থাপ্পড়। কিন্তু পেরে উঠলাম না, জানেন। ঐ আমার দোষ - আমি একজন ভালমানুষ। অনু চোখ সরু করে আমার রিয়্যাকশন লক্ষ করছিল - এবার হাড়জ্বালানো একঝলক হাসি ফেলে দিয়ে চলে গেল বাথরুমের দিকে। জ্বলতে জ্বলতে একটা প্যারাসিটামল গিলে বেরিয়ে পড়লাম। ল্যাবে অন্ততঃ কাজের মাঝে শান্তি পাব, আর কিছু ভালমন্দ হলে ঐ অনাত্নীয় জুনিয়ররাই কিছু করবে - অন্ততঃ আমার বউ-এর চাইতে বেশি করবে। সে তো বোধহয় আমি মরলেই খুশি হয়! গ্রীন স্কাই নামের এক বিলিতি ওষুধ কোম্পানির রিসার্চ ডিভিশনে কাজ করি আমি। আমার গ্রুপ এখন কাজ করছে প্রাকৃতিক উপায়ে ভায়াগ্রা তৈরী নিয়ে। আরো চেষ্টা হচ্ছে এমন একটা ওষুধ বার করার, যা মানুষের যৌনক্ষমতা স্থায়ী ভাবে বাড়িয়ে দিতে পারে। এই দ্বিতীয়টাই কঠিন কাজ, আর আজ সাড়ে চার বছর হল আমি সমাজ-সংসার বিসর্জন দিয়ে এর পিছনে পড়ে আছি। আমি জানি সাফল্য খুব কাছে, কিন্তু বার বার সামান্য একটুর জন্য মিস করে যাচ্ছি। কোম্পানি যে বিরক্ত হয়ে আমাকে বের করে দেয় নি তার কারন আমার এর আগের একটা দারুণ আবিষ্কার (পুরুষদের জন্যে একটা গর্ভনিরোধক পিল), যা আমাকে খ্যাতির শিখরে তুলে দিয়েছিল। হায় রে, সেই রিপোর্টাররা যদি আমাকে দেখত এখন! আর ঐ খ্যাতিই হয়েছে কাল, খাল কেটে কুমির ঢুকিয়েছি ঘরে। এর চেয়ে ব্যাচেলর থাকলে ঢের ভাল ছিল। অন্ততঃ কোনো গরিব বা মধ্যবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করা উচিত ছিল। কি করি বলুন, তখন তো রূপ আর ফিগার দেখে চোখ ঝলসে গেছিল! আর তার বাপও সিন্দুক উজাড় করে দিতে কার্পণ্য করেনি। তখন কি জানি, নিজেকে সেল করে দিলাম।
Parent